প্রচ্ছদ > জাতীয় >

কাতারের আমিরের বোনের সঙ্গে গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা

article-img

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজক ও কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি গোলটেবিল বৈঠক করেছেন। শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানির বোন।

আজ বুধবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে এই বৈঠকে অংশ নেন তারা। বৈঠকে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

 

 

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত রয়েছেন।


আরো খবর